img

তালাভেরার বিপক্ষে শেষ ম্যাচে দুটি গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এই দুই গোলেই ২০২৫ সালে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৮। রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে এখন তার দরকার মাত্র একটি গোল।

গত মৌসুমে রিয়ালে যোগ দেওয়ার পর শুরুতে এমবাপ্পেকে নিয়ে কিছু প্রশ্ন ছিল। ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে আলোচনা চলেছিল। সময় লেগেছিল কয়েক মাস। তবে এখন পরিষ্কার, রিয়ালের মূল ভরসা তিনিই। জুড বেলিংহাম আর ভিনিসিয়ুসের চেয়েও বেশি কার্যকর তিনিই।

২০২৫ সালের শুরু থেকে ক্লাব ফুটবলে এমবাপ্পে করেছেন ৫৮ গোল। এতে তিনি ছুঁয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি রেকর্ড। রোনালদো ২০১৩ সালে রিয়ালের হয়ে এক বছরে করেছিলেন ৫৯ গোল। সেটিই এখনো ক্লাবের রেকর্ড।

রোনালদো সেই বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৫৯ গোল করেন। জাতীয় দলসহ তার মোট গোল ছিল ৬৯। ক্লাব পর্যায়ে ওই ৫৯ গোলই এখনো রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেরা।

এমবাপ্পে এখন রোনালদোর সেই রেকর্ড থেকে এক গোল দূরে। ২০২৫ সালের রিয়ালের শেষ ম্যাচ খেলবে দলটি সেভিয়ার বিপক্ষে। এই ম্যাচেই রেকর্ড ভাঙার সুযোগ পাচ্ছেন ফরাসি তারকা।

সেভিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচেই গোল করেছেন এমবাপ্পে। তাই আত্মবিশ্বাসও থাকবে তার। ম্যাচের আগে সেটিই তাকে বাড়তি অনুপ্রেরণা দেবে।

রিয়ালের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে আছেন রোনালদো। ২০১৩ সালে তার গোল ছিল ৫৯। ২০২৫ সালে এমবাপ্পের গোল ৫৮। ২০১২ সালে রোনালদোরও ছিল ৫৮ গোল। এরপর ২০১৪ সালে ৫৬ আর ২০১৫ সালে ৫৪ গোল করেন তিনি।

তবে আজ এই রেকর্ড ভেঙে দিলেও রোনালদোর কীর্তি পেছনে ফেলতে অনেক দূর যেতে হবে এমবাপ্পেকে। রিয়ালের হয়ে রোনালদো ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। গড়ে প্রতি ৮৪ মিনিটে একটি করে গোল। এমবাপ্পে এখন পর্যন্ত রিয়ালে প্রতি ৯৩.৯ মিনিটে একটি করে গোল করছেন। এই হিসেবে রোনালদোর মোট গোলের রেকর্ড ছুঁতে তাকে খেলতে হবে প্রায় ৪৭০ ম্যাচ।

এই বিভাগের আরও খবর